» Time demands………..!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কোর্স কারিকুলাম একটি সমৃদ্ধ ও diversified কারিকুলাম । এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশে ও বিদেশে  বিভিন্ন শিক্ষা, গবেষনায় যেমন সফলতা অর্জন করছেন ঠিক তেমনি প্রশাসন, ব্যাংক, এনজিও সহ বিভিন্ন প্রাইভেট সেক্টরে গুরুত্বপূর্ন দ্বায়ীত্ব পালন করছেন। এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের চাকরীর ক্ষেত্র অনেক বিস্তৃত ।শুধুমাত্র সমন্বয় সাধন করতে পারলেই এই ক্ষেত্রকে আরো অনেক বিস্তৃত করা সম্ভব।বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের গ্রাজুয়েটদের সহজে  কর্মসংস্থান করার জন্য Job cell, Career centre etc. থাকে যার কাজ হল ঐ দেশের যত job providing organization (National/ International/ Private) আছে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের চাহিদা অনুযায়ী গ্রাজুয়েটদের কর্মসংস্থান করা ।

Continue reading